দোলাডাঙ্গা পিকনিক
2017
দোলাডাঙ্গা থেকে মুসাফিরানার পথে আমাদের সঙ্গী স্যার হেমন্ত রজক মহাশয় ।
পুরুলিয়ার দোলা ডাঙ্গা , বাঁকুড়ার মুসাফিরানার মিলন পথে ডিয়ার পার্কের পাশে
কংসাবতির হিমশীতল জলের উপর ভাসমান বোটগুলি তাকিয়ে আছে আগন্তুক পর্যটকদের পথ চেয়ে। কত
মানুষের আসাযাওয়ার সাক্ষী ঘাট, প্রতি দিনের নিত্যকর্মে ব্যস্ত। ঘাট থেকে ডিয়ার
পার্কের পথের ডানপাশে সোনার বাংলা যাত্রীদের অল্প আনন্দ দিতে ভুলে না। জানি না কার
হাত থেকে কোন দিন কোন হরিণ পাতা খাবে কাছে না গেলে বুঝা যাবেনা।
এসোনা একদিন আমরা এই ভ্রমন স্থানটি ঘুরে আসি। খুব বেশি দূর নয়, এই
মানবাজার- চকবাজার থেকে সোজা পূর্ব দিকে ডিয়ার পার্ক রাস্তাটি শেষে মিশেছে ডেম ঘাটে।
আমরা মানবাজারের প্রাথমিক শিক্ষকরা একটি দল হয়ে ঘুরে এলাম। সঙ্গে স্যার এবং তাঁহার
পরিবারকে পেয়ে আমরা ভীষণ খুশি। ম্যাডাম ইরা সুবুদ্ধি মহাশয়াকে সঙ্গে পেয়ে শুধু
আমরা নয়, স্যার ও ভীষণ খুশি হয়েছেন।
�িতে ভুলে না। জানি না কার
হাত থেকে কোন দিন কোন হরিণ পাতা খাবে কাছে না গেলে বুঝা যাবেনা।
Pupils from Bongabari,Purulia
No comments:
Post a Comment